২০ দিনে ১৫৮ কোটি ৮৭ লাখ ডলারের বেশি প্রবাসী আয়

২৭ মে ২০২১

চলতি মে মাসের প্রথম ২০ দিনে দেশে ১৫৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ গতি অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ২৪০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের গোটা মে মাসের চেয়ে ৮ কোটি ৪২ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে এ ২০ দিনে। গত বছরের মে মাসে  রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ৪৬ লাখ ডলার।  শুধু মে মাস-ই নয়, গত এপ্রিলেও তার আগের এপ্রিলের চেয়ে ৯০ শতাংশ বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন  প্রবাসী বাংলাদেশিরা। চলতি বছরের এপ্রিলে রেমিট্যান্স এসেছে ২০৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আর গত বছর এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ডলার। তবে গত বছরের জুলাই‌ মাসে রেকর্ড পরিমাণ রে‌মিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, প্রায় ২৬০ কোটি ডলার। একক মাস হিসাবে এর আগে  কখনো  এতো রেমিট্যান্স আসেনি দেশে। আর একক অর্থবছর হিসেবে চলতি অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) ২ হাজার ৬৭ কোটি  ডলারের মাইলফলক অতিক্রম করেছে রেমিট্যান্স।  প্রসঙ্গত, ২০১৯ সালের ১ জুলাই থেকে  রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হচ্ছেন প্রবাসীরা।

এমকে


মন্তব্য
জেলার খবর