কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
করোনা সংক্রমণ বিস্তার রোধে মুখে মাস্ক না পরায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে কুষ্টিয়ার কুমারখালীতে ৭ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামান্না তাসনীম।
সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম জানান, মাস্ক পরিধান না করায় এবং অপ্রয়োজনীয় গণজমায়েত করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ৭ টি পৃথক মামলায় ৩ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত চলাকালে করোনা সংক্রমণ রোধে জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হয়। বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
মাহমুদ শরীফ/এমকে
--