চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী থানা ও বিভিন্ন সরকারি অফিসে ভাংচুর ও তাণ্ডবের ঘটনায় আমিনুল ইসলাম নামের এক হেফাজত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার দিনগত রাতে ফটিকছড়ির রায়পুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী জানান, আমিনুল ইসলাম ওই তাণ্ডবের ঘটনার মূল পরিকল্পনাকারী। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
পুলিশ বলছে, ভাংচুরের দিন আশপাশের এলাকার মাদ্রাসা থেকে ছাত্রদের হাটহাজারীতে এনে জড়ো করারও অভিযোগ রয়েছে আমিনুল ইসলামের বিরুদ্ধে। প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা আগমনকে কেন্দ্র করে হাটহাজারীতে তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। এ ঘটনায় হাটহাজারী থানায় ১০টি আলাদা মামলা হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে