দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৯ টাকা বাড়ানো হয়েছে।নতুন দামে বোতলজাত এক লিটার সয়াবিন ১৫৩ টাকা ও পাঁচ লিটার ৭২৮ টাকায় কিনতে হবে ক্রেতাদের। আর লিটারপ্রতি খোলা সয়াবিন ১২৯ টাকা ও পাম সুপার ১১২ টাকা দরে কিনতে হবে তাদের। বৃহস্পতিবার রাতে দাম বাড়ানোর এ ঘোষণা দেয় সয়াবিন তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়ে দিয়েছে সংগঠনটি।
সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি থাকায় দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ মূল্য বেড়েছে, স্থানীয় বাজারে সে রকম বাড়েনি। সংগঠনটি জানায়, ২০২০ সালের জুনের পর থেকে আন্তর্জাতিক বাজারে এ ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। দেশে ভোজ্যতেলের মোট চাহিদার ৯৫ ভাগেরও বেশি পূরণ হয় আমদানির মাধ্যমে।তাই সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারেও এর ব্যাপক প্রভাব পড়েছে।
গেলো সপ্তাহে সরকারের কাছে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন ব্যবসায়ীরা। কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসার আগেই বিজ্ঞপ্তি দিয়ে দাম বাড়ানোর ঘোষণা দিলো সংগঠনটি।
এদিকে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষনা দেয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র মন্তব্য প্রকাশ করেছেন অনেকেই। যদিও বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলা হয়নি এখনো। করোনার এ সময় এ নিত্যপন্যের দাম বাড়ানোকে ‘ উপর খাড়ার ঘা’ হিসেবেই দেখছেন অনেকে।
প্রসঙ্গত, এর আগে গত রমজান মাসে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন ব্যবসায়ীরা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলে ৫ টাকা দাম বাড়িয়ে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয় ১৪৪ টাকা। কিন্তু মে মাসের শুরুতে বোতলজাত সয়াবিনের দাম সর্বোচ্চ ১৪১ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এ হিসাবে প্রতিলিটার সয়াবিন তেলের দাম বাড়ছে ১২ টাকা।
এমকে