আমিন আমিন ধ্বনিতে শেষ পঞ্চগড়ের ইজতেমা

০৮ জানুয়ারী ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

নারীসহ হাজার হাজার মুস‍ল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শনিবার শেষ হল পঞ্চগড় জেলা ইজতেমা। দেশ ও জাতির কল্যাণসহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা  এ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইদ্রীস । এ সময় মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় গোটা ইজতেমা ময়দান। আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হয় বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে।

তাবলিগ জামাতের পাকিস্তানি সাথী মো. আব্দুর রহমান আমবয়ান করেন। বাংলায় বয়ানের তরজমা করেন বাংলাদেশের সাথী মো. জিয়া। ভারতের নিজামউদ্দিন মার্কাজের (মাওলানা সাদ) অনুসারী তাবলিগ জামাত বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর তীরে এ ইজতেমার আয়োজন করে। ইজতেমায় পঞ্চগড় জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মুসল্লি ও সাথীরা অংশ নেন। মাওলানা মো. বোরহান উদ্দিনের তত্তাবধানে ইজতেমায় দেশের  বিভিন্ন এলাকা থেকে ছয় ও ভারতীয় তিনজনসহ মোট নয়জনের একটি জামায়াত অংশ নেয়। 

 

মো.সম্রাট হোসাইন/এমকে 

 


মন্তব্য
জেলার খবর