দেশের পশ্চিমাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর বেশিরভাগ বিভাগেই অস্থায়ী ভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ও অন্য এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিভাগ হিসেবে খুলনা, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গার কথা উল্লেখ করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে- রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা,বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এদিকে ঘূর্ণিঝড় ইয়াস ইউটার্ণ নিয়ে গভীর নিম্নচাপে ও পরে আরো দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী ভারতের ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করেছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টি ও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য কমিয়ে বা না বাড়িয়ে আগের মতোই তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এমকে