বাঁধন আমাকে গর্বিত করেছে : সৃজিত

২৮ মে ২০২১

সোমবার ফেসবুকে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে শুটিংয়ের সময় তোলা একটি ছবিও শেয়ার করেছেন ওপার বাংলার গুণী নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।

ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ডাবিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ শেষ। কাজের জন্য আপনার আত্মত্যাগের প্রতি সম্মান জানাই বাঁধন।

প্রতিকুল পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়া, কাজ নিয়ে অসংখ্যবার প্রশ্ন তোলা, প্রচুর সময় চেয়ে নেয়ার মাঝেও আপনি মুশকান জুবেরী চরিত্রটিকে জিতিয়ে দিয়েছেন এবং আমাকে গর্বিত করেছেন।’


মন্তব্য
জেলার খবর