এখন মানুষের চিন্তা বদলেছে :মল্লিকা

২৮ মে ২০২১

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত বলেছেন, ‘আমি যখন মার্ডারে অভিনয় করি সেটা ২০০৪ সাল। তখন আমি যেসব সাহসী দৃশ্যে অভিনয় করেছি সেসবের জন্য প্রায়ই নৈতিকভাবে হত্যা করা হতো আমাকে।

সিনেমাটিতে যেন আমাকে একজন পতিতা হিসাবে প্রদর্শন করা হতো। তবে এখন মানুষের চিন্তা বদলেছে। আমাদের সিনেমা বদলেছে। আমি এখনো সেই ৫০ কিংবা ৬০ দশকেই ফিরে যাব। মেয়েদের জন্য দারুণ সব চরিত্র ছিল সে সময়।

বর্তমানে আমাদের সেই সৌন্দর্যের অভাব রয়েছে। আমিতো বছরের পর বছর সেসব চরিত্রের জন্য অপেক্ষা করেছি। কিন্তু পাইনি। বলিউডে গ্ল্যামারটাকেই মুখ্য করে দেখা হয় নায়িকাদের বেলাতে।’

টাইমস অফ ইন্ডিয়া


মন্তব্য
জেলার খবর