লকডাউনে মেলবোর্ন

২৮ মে ২০২১

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ঘনবসতিপূর্ণ প্রদেশ ভিক্টোরিয়াতে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী সাতদিন পর্যন্ত ভিক্টোরিয়ার অধিবাসীরা অতি প্রয়োজনীয় কাজ, কেনাকাটা, ব্যায়াম, সেবাদান ও করোনা ভ্যাকসিন নেয়া ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবেন না।

যে কোনো ধরণের সমাবেশ এবং বাড়ি থেকে পাঁচ কিলোমিটারের বেশি দূরে যাওয়া নিষিদ্ধ। এছাড়া মাস্ক পরা বাধ্যতামূলক। শিক্ষা প্রতিষ্ঠান ও প্রার্থনার জায়গাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। অতি প্রয়োজনীয় নয় এমন ভেন্যুগুলোও বন্ধ থাকবে। 

প্রদেশের রাজধানী মেলবোর্নে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এই লকডাউন কার্যকর হয়েছে। সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় উদ্বেগ ক্রমশই বাড়ছে।

 বিবিসি

 


মন্তব্য
জেলার খবর