মন্তব্য
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) কর্মরত নিজেদের ৫০ কর্মকর্তাকে নিজ বাহিনীতে ফিরিয়ে নিয়েছে পুলিশ। তাদেরকে পুলিশের বিভিন্ন দফতরে বদলি ও পদায়ন করা হয়েছে। ফেরত নেয়া কর্মকর্তাদের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৪০ জন সহকারি পুলিশ সুপার রয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘কর্মকর্তারা বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে আগামী ৩ জুন ২০২১ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায়, ৪ জুন ২০২১ সাল হতে তাৎক্ষণিক অবমুক্ত স্ট্যান্ডরিলিজ হিসেবে গণ্য হবেন।’ তবে কেন একসঙ্গে এতো সংখ্যক কর্মকর্তাকে ফিরিয়ে নেয়া হয়েছে তার কারণ জানা যায়নি।
এমকে