দেশের ভোজ্যতেলের বাজারে ব্যবসায়ীদের রামরাজত্ব চলছে বলে মনে করছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। এও মনে করছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেই। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এ মন্তব্য করেন।
ন্যাপ নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির আগেই দেশে তেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে অসৎ ব্যবসায়ী সিণ্ডিকেট। তাদের অভিযোগ, সরকারের দুর্বল মনিটরিংয়ের কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ইঙ্গিত পেলেই উৎপাদন ও সরবরাহকারীরা পণ্যের মূল্যবৃদ্ধি করে। ব্যবসায়ীরা যেন ইচ্ছামতো মূল্যবৃদ্ধি করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি বাড়ানোর আহবান জানান ন্যাপ নেতারা।
এমকে