পরিমাণটা এখনো চুড়ান্ত না হলেও ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে দেশে ফসলের ক্ষয়ক্ষতি তেমন একটা হবে না বলেই মনে করছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেছেন, লবণ সহনীয় ধানগুলো কাটা হয়েছে। ক্ষেত্রে কিছু শাক-সবজি ছিল, সেটার ক্ষতি হয়েছে। কিন্তু ফসলের ব্যাপক বা বড় কোনো ক্ষতি হয়নি। বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আমরা কাল-পরশুর মধ্যে মোট ক্ষতির হিসাবটা পেয়ে যাব। উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তারা এটার মূল্যায়ন করছেন। ইয়াস সৃষ্ট দুর্ভোগ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলের বাড়ি-ঘরে জোয়ারের পানি উঠেছে। মানুষকে ঘরে ফিরিয়ে নেয়া এবং খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা সরকারের বড় দায়িত্ব। এ মুহূর্তে খাবারের কোনা অভাব নেই বলেও জানান মন্ত্রী আব্দুর রাজ্জাক।