আফগানদের সুরক্ষায় স্থানীয় বাহিনীই যথেষ্ট : ন্যাটো

২৯ মে ২০২১

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, আফগানিস্তানের নিরাপত্তায় আফগান সামরিক বাহিনী একাই যথেষ্ট । আমার মনে হয় আফগানরাও বুঝতে পেরেছে, আমরা এখানে ২০ বছর ধরে রয়েছি এবং আফগানিস্তানে প্রচুর রক্ত ও ধনসম্পদ ব্যয় করেছি।

তিনি বলেন, শক্তিশালী, দক্ষ নিরাপত্তা বাহিনী প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও বহু দূর এগিয়েছে আফগানিস্তান। কোনো একটি পর্যায়ে নিজ দেশের শান্তি ও স্থিতিশীলতার পুরো দায়িত্ব আফগানদেরই নিতে হতো। 

স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো দেশগুলো আফগানিস্তানকে বেসামরিক বিশেষজ্ঞ দিয়ে সহায়তা অব্যাহত রাখবে। এ ধরনের বিশেষজ্ঞরা আফগান মন্ত্রণালয়গুলোকে পরামর্শ, নিরাপত্তা বাহিনীতে অর্থায়ন এবং সরকার-তালেবান শান্তি আলোচনা এগিয়ে নেয়ায় সমর্থনের মাধ্যমে সাহায্য করবেন। 

এপি, টিআরটি ওয়ার্ল্ড ও বিবিসি


মন্তব্য
জেলার খবর