চূড়ান্ত লকডাউনে মালয়েশিয়া

২৯ মে ২০২১

মালয়েশিয়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় চূড়ান্ত লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এ লকডাউন আগামী ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে।

২৮ মে রেকর্ড সংখ্যক ৮ হাজার ২৯০ জন করোনা রোগী শনাক্তের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে লকডাউনের এ ঘোষণা দেয় দেশটি। জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সভা শেষে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় শৃঙ্খলা মেনে সবাইকে ঘরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। তবে কিছু প্রয়োজনীয় অর্থনৈতিক সেক্টর ও পরিসেবা খাতগুলো সরকারের অনুমতিপূর্বক খোলা রাখা হবে।

বারনামা 


মন্তব্য
জেলার খবর