শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। যদিও শেষ ম্যাচে ৯৭ রানের বড় জয় পেয়েছে সফরকারীরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কুশল পেরেরা। তার সেঞ্চুরি ও ধনঞ্জয়া ডি সিলভার ফিফটির সুবাদে ৬ উইকেটে ২৮৬ রানের বড় স্কোর দাঁড় করায় তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। ৩০ রানের ব্যবধানেই পড়ে যায় ৩ উইকেট। ১৮৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। আগের ম্যাচে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম ফেরেন ২৮ রানে। দলের হয়ে সেরা ইনিংস খেলেন মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক হোসেন। দুজনেই অর্ধশতক পূর্ণ করেন। তাদের রান যথাক্রমে ৫৩ ও ৫১ রান করেন। এছাড়া তামিম ইকবাল ১৭, মোহাম্মদ নাঈম ১, সাকিব আল হাসান ৪, আফিফ হোসেন ১৬, মেহেদী হোসেন মিরাজ ০, তাসকিন আহমেদ ০, শরিফুল ইসলাম ৮, মোস্তাফিজুর রহমান ০ রান করেন।
সর্বোচ্চ দুশমন্ত চামিরা ৫টি উইকেট নেন। অনিন্দু হাসারাঙ্গা ও রাকেশ মেন্ডিস ২টি করে এবং বিনুরা ফারনান্দে ১টি করে উইকেট নেন।
প্লেয়ার অফ দ্যা ম্যাচ হয়েছেন দুশমন্ত চামিরা। আর মুশফিকুর রহিম হয়েছেন সিরিজসেরা।