মন্তব্য
ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ) ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার এবং বায়োটেক উদ্ভাবিত করোনার টিকার অনুমোদন দিয়েছে। এটিই ইউরোপে শিশুদের জন্য অনুমোদন পাওয়া প্রথম করোনা ভ্যাকসিন।
ইএমএ’র ভ্যাকসিন স্ট্রেটেজির প্রধান মারকো কাভালেরি বলেন, ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদেরকে টিকার দুই ডোজ প্রয়োগ করতে হবে এবং এক ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ নেয়ার ক্ষেত্রে অন্তত তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে।
বিবিসি