মন্তব্য
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং সুপারবাগের কারণে ভারতের করোনাভাইরাসের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
মুম্বাইয়ের ১০টি হাসপাতালে চালানো সাম্প্রতিক এক গবেষণা সমীক্ষায় দেখা গেছে, অর্ধেকরও বেশি করোনা রোগী যারা দ্বিতীয়বার বা মারাত্মক ছত্রাকঘটিত রোগে সংক্রমিত হয়েছেন তাদের মৃত্যু হয়েছে।
ডায়াবেটিস রয়েছে এমন ব্যক্তিদের কোভিডে আক্রান্ত হলে স্টেরয়েড দেওয়া হয়। ফলে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়।
আনন্দবাজার পত্রিকা