শরীরচর্চা এবং পিজ্জার মধ্যে টানাপোড়েনে ভুগছি : রেনে

২৯ মে ২০২১

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন বলিউড সুন্দরী সুস্মিতা সেনের মেয়ে রেনে সেন। রেনের বয়স এখন ২১।

আধো আলোতে তোলা ছবির ক্যাপশনে, ‘শরীরচর্চা এবং পিজ্জার মধ্যে টানাপোড়েনে ভুগছি।’

ছবিতে কাঁধ খোলা টপ, ছোট ঝুলের প্যান্টে একেবারে সাদামাটা লুকে দেখা গেছে সুস্মিতার মেয়েকে।

এক সাক্ষাৎকারে রেনে বলেছিলেন, ‘এখনো মনের মানুষ খুঁজে পাইনি।’

 


মন্তব্য
জেলার খবর