মন্তব্য
সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে এমন আশঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। বলেছেন, দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আগামী প্রজন্মকে মূর্খ হতে দেয়া যায় না।। তাই অগ্রাধিকার ভিত্তিতে ছাত্র ও শিক্ষকদের করোনার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশসহ এ আহবান জানান। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এক বছরের অধিক সময় শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে। কয়েকবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিলেও বাস্তবায়ন হয়নি। ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের, দেশের বৃহৎ স্বার্থে শিক্ষাব্যবস্থা স্বাভাবিক করতে হবে।
এমকে