দু’বাংলায়ই বেশ জনপ্রিয় রাফিয়াদ রশিদ মিথিলা। সমান তালে কাজ করে যাচ্ছেন দুবাংলাতেই। এবার ওটিটি প্ল্যাটফরম হইচই-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এ যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং শুরু হয়েছে গত মাসেই। আর প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সৌরভ দাস।
যৌনপল্লীর গল্প নিয়ে ‘মন্টু পাইলট’ সিরিজটি নির্মান করা হয়েছে। পল্লীটির নাম নীলকুঠি। সেখানকার রাজার চরিত্রে অভিনয় করছেন সৌরভ। তবে মিথিলার চরিত্র নিয়ে তেমন কিছু জানানো হয়নি। প্রথম সিজনে মন্টু চরিত্রে সৌরভের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী শোলাঙ্কি। সে জায়গাতেই দ্বিতীয় সিজনে অভিনয় করছেন মিথিলা।
প্রথমটির মতো দ্বিতীয় সিজনটি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। মিথিলার ‘নীতিশাস্ত্র’, ‘জলে জ্বলে তারা’, ‘অমানুষ’সহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়।
মিথিলা বলেন, যে সিনেমাগুলোই এখন অবধি করেছি প্রত্যেকটিই খুব যত্ন নিয়ে করা। দর্শকরা আমাকে ভিন্নভাবে আবিষ্কার করতে পারবেন এতটুকু বলতে পারি।
আরআই