চট্টগ্রাম প্রতিনিধি
চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় কারাবন্দি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। শনিবার তাকে ফেনী কারাগারে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করে জেলার দেওয়ান তারিকুল ইসলাম বলেন,উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাবুল আক্তারকে সেখানে পাঠানো হয়েছে। এ মামলার ভিকটিম মাহমুদা খানম মিতুর স্বামী পুলিশের এ সাবেক কর্মকর্তা। হত্যাকাণ্ডের পাঁচ বছর পরে তাকে প্রধান আসামি করে মামলাটি করেন মিতুর বাবা পুলিশের আরেক সাবেক কর্মকর্তা মোশারাফ হোসেন। সেই মামলায় গ্রেফতার হয়ে গত ১৭ মে থেকে চট্টগ্রাম কারাগারে ছিলেন বাবুল আক্তার।
গত ১৭ মে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তি দেয়ার জন্য হাজির করা হলে শেষ মূহুর্তে মত পাল্টান বাবুল আক্তার। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যদিও চট্টগ্রাম কারাগারে ডিভিশন চেয়ে বাবুলের আইনজীবীরা আবেদন করলেও কারাবিধি অনুযায়ী তা পাচ্ছেন না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের জিইসি মোড়ের প্রকাশ্য সড়কে গুলিতে ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা আক্তার মিতু। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন। গত ১১ মে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে সেই হত্যা মামলায় সম্পৃক্ততা পাওয়ায় বাবুল আক্তারকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে আইনিভাবে বাদিকে গ্রেপ্তারের সুযোগ না থাকায় আদালতে তাকে হাজির করা হয়। ১২ মে মোশাররফ হোসেনের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয় পিবিআই। একই সঙ্গে বাবুলের করা মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়।
দিলীপ কুমার তালুকদার/এমকে