আজ রোববার দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর দেশের বেশিরভাগ এলাকায় বাড়তে পারে তাপমাত্রা । লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় অবস্থানের প্রভাবে এ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে শনিবার এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিভিন্ন স্থান হিসেবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কথা বলছে আবহাওয়া অধিদফতর।জানানো হয়, ভারতের বিহার ও উত্তর প্রদেশে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, নোয়াখালী, চাঁদপুর, রাঙামাটি, ফেনী, খুলনা, রংপুর ও যশোর অঞ্চলসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এমকে