সানি লিওনের প্রতিবেশী হলেন অমিতাভ

৩০ মে ২০২১

৩১ কোটি টাকা দিয়ে ৫ হাজার ৭০৪ স্কোয়ার ফিটের ডুপ্লেক্স কিনেছেন বলিউডের অভিনেতা  অমিতাভ বচ্চন। 

মুম্বাইয়ের আন্ধেরিতে নতুন এই ৩৪ তলা এই আবাসনের ২৭ ও ২৮ তলাই এখন অমিতাভের নতুন ঠিকানা।

ঐ একই আবাসনে সদ্য বাড়ি কিনেছেন সানি লিওনি ও আনন্দ এল রাই। অমিতাভের পড়শি হতে চলেছেন তারা। 


মন্তব্য
জেলার খবর