ভালো সময়ের অপেক্ষায় আছি : নুসরাত ফারিয়া

৩০ মে ২০২১

২০২০ সালের ২১ মার্চ ব্যবসায়ী রনি রিয়াদ রশীদের সঙ্গে বাগদান হয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার।

বিয়ের ব্যাপারে তিনি বলেন, ‘বিয়ে তো একবারই করব, বারবার নয়। সুতরাং আয়োজন করে মনের মতো করেই করতে চাই।

এখন ভালো সময়ের অপেক্ষায় আছি। জীবনে একবারই বিয়ে করব, সেটা বেশ ধুমধাম করে করব বলে দেরিতে আপত্তি নেই।’


মন্তব্য
জেলার খবর