মন্তব্য
টালিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানের ইনস্টাগ্রাম স্টোরিতে শুক্রবারের সকালে কবি দীক্ষা সুমনের লেখা চারটি লাইন উঠে এসেছে।
যেখানে বলা হয়েছে, ‘কেউ ভালোবাসার নামে আঘাত করে। কেউ সেই ব্যথায় ভালোবাসার প্রলেপ লাগিয়ে দেয়’!