হিফজ সমাপনী অনুষ্ঠানে এরদোগান

৩০ মে ২০২১

ইস্তাম্বুলের আয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে সদ্য হিফজ সম্পন্ন করা হাফেজদের সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। 

কোরআনের হাফেজদের জন্য আয়োজিত এই আড়ম্বর অনুষ্ঠানে সফলভাবে হিফজ সম্পন্নকারীদের সম্মাননা দেয়া হয়।

 সম্মাননাপ্রাপ্ত ১৩৬ জন হাফেজের মধ্যে এরদোগানের নাতি ওমর তাইয়েব এবং তুর্কি স্পিকারের ছেলে ওমর আসেম শান্তুবও রয়েছেন।

আনাদোলু এজেন্সি


মন্তব্য
জেলার খবর