২৪ ঘণ্টায় ৩৮ প্রাণহানি, শনাক্ত ১০৪৩

৩০ মে ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত  ৩৮ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪৩ জনের। সুস্থ হয়েছেন এক হাজার ১৮৭ জন। শনিবার  স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত  সাত লাখ ৯৭ হাজার ৩৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৫৪৯ জন, সুস্থ হয়েছেন সাত লাখ ৩৭ হাজার ৪০৮ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ১৫ হাজার ৫৮টি।  শনাক্তের হার ১৩ দশমিক ৪৮।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ৬১১টি,পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৮৪টি।  শনাক্তের হার সাত দশমিক ৯১।মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৮ জন, নারী ১০ জন। বিভাগভিত্তিক ঢাকায় ৮ জন ও চট্টগ্রাম ও রংপুরে ৪ জন করে, রাজশাহী ও খুলনায় ৭ জন করে, সিলেটে ৫ জন, ময়মনসিংহে২ জন এবং বরিশালে আছেন একজন। সরকারি হাসপাতালে ৩৫ জন, বেসরকারি হাসপাতালে ২ জন এবং বাড়িতে  একজন মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর