মন্তব্য
ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস ‘অতঃপর আমি’ অনুষ্ঠানে বলেন, ‘আমার ছেলেকে মানুষ করতে চাই। আদর্শ নায়িকা হয়তো আপনাদের মনে হলেও হতে পারে। কিন্তু যে জিনিসটা হতে চাই সেটা হলো, আদর্শ মা। আমার লক্ষ্য তাকে (জয়) ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা।’
এ অভিনেত্রী আরও বলেন, ‘আমার মায়ের জীবনে অপূর্ণতা ছিল, তিনি নাচে ভালো কিছু করতে পারেননি। আমি পূর্ণ করেছি। নাচ শিখেছি, সিনেমার নায়িকা হয়েছি। আমার ছেলে যদি ডাক্তার হতে পারে তাহলে আমার মায়ের ইচ্ছার পূণর্তা করতে পারব। তার জন্য আমি দোয়া চাই।’