লড়াই চালিয়ে যাবেন ফিলিস্তিনিরা

৩০ মে ২০২১

সিলওয়ানের আবাসন ও ভূমি প্রতিরক্ষা কমিটির প্রধান ফাখরু আবু দিয়াব বলেছেন, শেখ জাররাহ পাড়ায় ফিলিস্তিনিদের উচ্ছেদ নিয়ে উত্তেজনার কারণে আদালত শুনানি স্থগিত করে দিয়েছে। শেষ পর্যন্ত অবৈধ বসতি স্থাপনকারীদের পক্ষেই রায় দেবে ইসরাইলি আদালত। আর ফিলিস্তিনিদের উচ্ছেদও অব্যাহত থাকবে।

ওয়ালিদ হোসাইনি নামের এক ফিলিস্তিনি বলেন, যখন উচ্ছেদ শুরু হবে, তখন আমরা বসে থাকব না। এখানকার বর্তমান পরিস্থিতি প্রথম ইন্তিফাদার মতোই। আমাদের আর ভয় নেই। লড়াই চালিয়ে যাব। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলকে চাপ দেবে না বলে বুঝতে পেরেছে ফিলিস্তিনিরা। যে কারণে বিষয়টি তারা নিজ হাতে তুলে নিয়েছে।

আলজাজিরা ও  পিস নাউ 


মন্তব্য
জেলার খবর