মানবাধিকারকর্মীকে ৮০ বেত্রাঘাত

৩০ মে ২০২১

ইরানের মানবাধিকারকর্মী ও সাংবাদিক নারগেস মোহাম্মাদীকে ৮০টি বেত্রাঘাতের পাশাপাশি ৩০ মাসের কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত।

ইরানে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে প্রচারণা চালাচ্ছেন ৪৯ বছর বয়সী নারগেস।  তিনি পদার্থবিজ্ঞানের গবেষক এবং দুই সন্তানের মা।

তাকে ২০১৫ সালের মে মাসে গ্রেপ্তার করা হয়। ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে আট বছরের মাথায় গতবছরের অক্টোবরে জেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

বিবিসি 


মন্তব্য
জেলার খবর