যুক্তরাষ্ট্রই রাশিয়াকে ইউক্রেনে আক্রমণের দিকে ঠেলে দিচ্ছে : পুতিন

০২ ফেব্রুয়ারী ২০২২

ইউক্রেন ইস্যুতে উত্তেজনা বেড়েই চলেছে। রাশিয়াকে বারবারই দোষারোপ করে আসছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। সেসব অভিযোগ অস্বীকার করে উল্টো এবার যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলল রাশিয়া।

 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। চলমান ইউক্রেন প্রসঙ্গে নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথম এমন কোনো মন্তব্য করলেন পুতিন।

 

রুশ প্রেসিডেন্টের অভিযোগ—রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত হিসেবে ইউক্রেনে সংঘাতকে ব্যবহার করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।

 

পুতিন আরো বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে—ইউক্রেনের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র খুব একটা উদ্বিগ্ন নয়... কিন্তু, রাশিয়ার উন্নয়ন বাধাগ্রস্ত করাই তার (যুক্তরাষ্ট্র) প্রধান কাজ। সে অর্থে, ইউক্রেন হলো এ লক্ষ্যে পৌঁছানোর একটি হাতিয়ার মাত্র।’

 

ইউক্রেন সীমান্তের কাছে প্রায় এক লাখ রুশ সেনাসহ সাম্প্রতিক সপ্তাহগুলোয় ট্যাংক, আর্টিলারি, গোলাবারুদ ও যুদ্ধবিমান মোতায়েন করাকে কেন্দ্র করে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

 

ইউক্রেনসহ পশ্চিমাদের অভিযোগ—রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে। কিন্তু, রাশিয়ার পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর