শচীনের আক্ষেপ

৩০ মে ২০২১

ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বলে যেমন তেমন হলেও ব্যাট হাতে ছিলেন ভরসার প্রতীক। আন্তর্জাতিক  ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির রেকর্ড রয়েছে তার। বাইশ গজে এমন কোনও কৃতিত্ব নেই, যা তিনি নিজের ঝুলিতে ভরেননি। তারপরও রয়েছে আক্ষেপ। ক্রিকেট ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে শচীন সে আক্ষেপের কথা জানিয়েছেন।

তিনি জানান, ‘আমার দুটো আক্ষেপ রয়েছে। প্রথমটা হলো আমি কখনও সুনীল গাভাস্কারের সঙ্গে খেলতে পারিনি। কারণ আমার অভিষেকের আগেই তিনি অবসর নিয়ে ফেলেন। গাভাস্কর সবসময় আমার ব্যাটিং নায়ক ছিলেন। তার সাথে এক দলে না খেলার আক্ষেপটা থেকেই যাবে।’

আর ২য় আক্ষেপের ব্যাপারে শচীন বলেন, ‘আমার অন্য আরও একটি আক্ষেপ হলো- ‘আমি স্যার ভিভ রিচার্ডসের বিরুদ্ধে খেলতে পারিনি। যদিও আমি ভাগ্যবান ছিলাম যে, কাউন্টি ক্রিকেটে আমি তার বিরুদ্ধে খেলেছিলাম। তবু আন্তর্জাতিক ম্যাচে তার বিরুদ্ধে ম্যাচ না খেলার আক্ষেপটা থেকেই যাবে।’   

 

সূত্র : হিন্দুস্তান টাইমস


মন্তব্য
জেলার খবর