মন্তব্য
জয়পুরহাট সংবাদদাতা
জয়পুরহাটে ২০৫ পিস ইয়াবাসহ শাহআলম ওরফে রতন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার দিনগত রাত ৮টার দিকে শহরের ধানমন্ডি এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। শাহআলম শহরের ধানমন্ডি এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, মাদক ক্রয়-বিক্রয় অবস্থায় শাহআলম ওরফে রতনকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশিকালে দুইশ’ পাঁচ পিস ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন । গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।
মাহফুজ রহমান/এমকে