ক্যাম্প পালানো ভাসানচরের ১৪ রোহিঙ্গা আটক

৩০ মে ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

ভাসানচরের ক্যাম্প থেকে পালিয়ে কক্সবাজারের ক্যাম্পে আসার সময় ১৪ রোহিঙ্গাকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ। রোববার সকাল পৌনে ৯টার দিকে পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ খান সংবাদ মাধ্যমকে বলেন, স্থানীয় বাসিন্দাদের দেয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে আট জন নারী, চার জন শিশু ও দুই জন পুরুষ রয়েছে। তারা ভাসানচর থেকে নৌকায় সন্দ্বীপে এসেছিল, সন্দ্বীপ থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এর আগে গত ১৮ মে ১১ জন রোহিঙ্গাকে সন্দ্বীপের রহমতপুর থেকে আটক করা হয়েছিল।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর