মন্তব্য
একসঙ্গে কাটানো যুগলের সুন্দর মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করে সোনম কাপুরের উদ্দেশে বিশেষ বার্তা আনন্দ আহুজার।
‘সবসময় তোমার পাশে। যেহেতু আগে সুযোগ পাইনি, তাই আমি আমাদের বিবাহবার্ষিকীতে এই ছবিগুলো শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করছি’।
নিজেদের ছবিটি দেখে আপ্লুত অনিল কন্যা লেখেন, ‘ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়… এবার জলদি বিছানায় এসো’।