প্রেয়সীর বাড়ির কাছে বাড়ি কিনলেন অর্জুন

৩১ মে ২০২১

চলতি মাসের শুরুতে  এক বিলাসবহুল গাড়ি কিনেছেন অভিনেতা অর্জুন কাপুর। এমনকি পছন্দের বাড়িও কিনে ফেললেন এই অভিনেতা।

মুম্বাইয়ের বান্দ্রাতে বিলাসবহুল স্কাই-ভিলা কিনলেন তিনি। সি-ফেসিং ৪ বিএইচকে-র এই ভিলার দাম পড়েছে প্রায় ২০-২৩ কোটি টাকা।

পশ্চিম বান্দ্রায় আউরাতে-এই নতুন ভিলা কেনার পিছনের কারণ হচ্ছে- নতুন ঠিকানার কাছাকাছিই রয়েছে অর্জুনের প্রেয়সী মালাইকা আরোরার বাড়ি। 


মন্তব্য
জেলার খবর