নতুন হাইব্রিড করোনা শনাক্ত

৩১ মে ২০২১

নতুন এক ধরনের হাইব্রিড করোনাভাইরাস শনাক্ত হয়েছে ভিয়েতনামে।  এটি তৈরি হয়েছে করোনার ভারতীয় ও যুক্তরাজ্যের ধরন মিলে।

এই হাইব্রিড করোনা খুবই দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এই হাইব্রিড করোনা বাতাসের মাধ্যমে ছড়াতে পারে।

এই ধরনটি খুবই বিপজ্জনক। রূপ পাল্টে আরো সংক্রামক হয়ে উঠেছে। বেশি সংক্রামক হওয়ার শঙ্কা সত্যি হলে তার ফল হবে ভয়াবহ। 

বিবিসি


মন্তব্য
জেলার খবর