মন্তব্য
চীনের দক্ষিণপশ্চিমের নগরী চঙকিংয়ে জন্ম নেওয়া দৃষ্টিপ্রতিবন্ধী পর্বতারোহী ৪৬ বছরের ঝাং হং এবার মাউন্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন।
ঝাং গ্লুকোমায় আক্রান্ত হয়ে ২১ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান।
এশিয়ার প্রথম ও বিশ্বের তৃতীয় দৃষ্টিহীন এই পর্বতারোহী নেপালের দিক দিয়ে এভারেস্টে উঠেছেন। গত ২৪ মে তিন গাইডকে নিয়ে এভারেস্টের আট হাজার ৮৪৯ মিটার উঁচু চূড়ায় পৌঁছান তিনি। বেজক্যাম্পে ফিরে আসেন গত বৃহস্পতিবার।
রয়টার্স