সূচক ও লেনদেনে উত্থান

০২ ফেব্রুয়ারী ২০২২

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর। উত্থান দেখা গেছে তিন সূচকের সবগুলোরই। আর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন, পরিমাণে ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা।

শেয়ার লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯৫টির  এবং বাকি ৪৬টির অপরিবর্তিত থাকে। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৭১ দশমিক ৩১, ডিএসইএস ১৫ দশমিক ৬০ ও ডিএস-৩০ ২৯ দশমিক ৪১ পয়েন্ট বৃদ্ধি পায়। ডিএসইএক্স ৬ হাজার ৯৯৭ দশমিক ৬০, ডিএসইএস এক হাজার ৪৯৭ দশমিক ৪৯ ও ডিএস-৩০ দুই হাজার ৫৮৮ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হয় মোট এক হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ২১৫ কোটি এক লাখ টাকা। মঙ্গলবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে নাম আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের- ৯৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৭৩টির এবং বাকি ২৪টির  অপরিবর্তিত ছিল। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ১৩৫ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩২৯ দশমিক ৭৬ পয়েন্টে এবং সিএএসপিআই ২২৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫২২ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ৪৭ কোটি ২৬ লাখ টাকার  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২ কোটি ২৭ লাখ টাকা, লেনদেন কমেছে ৫ কোটি টাকা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর