করোনার বিস্তার রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধ (লকডাউন )’র মেয়াদ আগের শর্তেই আরো সাতদিন বাড়ানো হয়েছে।৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বলবৎ থাকবে। এদিকে জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শে এ মেয়াদ বাড়ানো হয়েছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহান হোসেন জানিয়েছেন, করোনা সংক্রমণের হার ৫ শতাংশে না আসা পর্যন্ত লকডাউন চলবে। তবে অবশ্যই জীবন-জীবিকার যেন ক্ষতি না হয়, সেভাবে পরামর্শক কমিটির এ সংক্রান্ত সুপারিশ বাস্তবায়ন করা হবে।
রোববার (৩০ মে) মধ্যরাতে বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার আগেই দিনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিধিনিষেধ বাড়ানো সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়। অন্যদিকে একই দিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লকডাউন বলবৎ বিষয়ে কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সংক্রমণ ৮ থেকে ৯ শতাংশের দিকে। পরিস্থিতি ভালোর দিকেই যাচ্ছে বলে আশা করছি। বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে- বিধিনিষেধ একবারে স্থগিত না-কি ধাপে ধাপে করা হবে।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল ‘লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে কয়েক দফায় বাড়ানো হয় এর মেয়াদ।
এমকে