৫০ শতাংশ লেনদেন ব্যাংক-বীমার

৩১ মে ২০২১

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আর বিক্রয় চাপ বেশি থাকায় লেনদেনের ৫০ শতাংশই ছিল ব্যাংক ও বীমা খাতের। গত কয়েক দিন ধরেই বাড়ছে এ দুই খাতে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারদর।

দিন শেষে ২২ পয়েন্ট বেড়ে সূচকের অবস্থান হয় ছয় হাজার আট পয়েন্ট।  মোট লেনদেনে ব্যাংক খাতের অবদান দাঁড়ায় ২৭ শতাংশ। আর বীমা খাতের অবদান ছিল ২৩ শতাংশ।

লেনদেনের শুরুতে সূচক বাড়তে থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ সূচক নিম্নমুখী ছিল। দিন শেষে আবারো  ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যায় সূচক। কয়েক দিন ধরে শেয়ারদর বাড়তে থাকা ব্যাংক ও বীমা খাতে যারা বিনিয়োগ করেছেন, তারা মুনাফায় থাকায় এদিন মুনাফা তুলেছেন। তাই অন্য খাতের তুলনায় এ দুই খাতের শেয়ারে বিক্রয় চাপ সৃষ্টি হয়।

এদিন ডিএসইতে ৩৬৪টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৭৪টির এবং বাকি ৪৬টির দর অপরিবর্তিত ছিল। দুই হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে।এর আগে বৃহস্পতিবার  লেনদেন হয়েছিল ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার।

এমকে

 


মন্তব্য
জেলার খবর