এমপি মাশরাফির হুঁশিয়ারি উপেক্ষা করে প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর

৩১ মে ২০২১

নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জার হুঁশিয়ারি উপেক্ষা করে প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গত রাত ১২টার দিকে পাংখারচর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বুলবুল কাজী গ্রুপের পাঁচটি বাড়িতে লিচু কাজীর লোকজন ভাংচুর এবং লুটপাট চালায় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

&dquote;&dquote;


বুলবুল কাজীসহ তার লোকজন জানান, হামলাকালে পাঁচটি করে ফ্রিজ, টেলিভিশন ও ড্রেসিংটেবিল, চারটি শোকেস, দু’টি করে আলমারি ও সোফাসেট ভাংচুর করা হয়েছে। বুলবুল কাজীর ঘর থেকে দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার, লুলু কাজীর ঘর থেকে ৮৩ হাজার ৩০০ টাকা এবং চার ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। এছাড়া ঘরের আসবাবপত্র, রান্নাঘর, বাথরুম, চুলা, জমির দলিলপত্র, বৈদ্যুতিক মিটার, টিউবওয়েল, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামালের ক্ষতি করা হয়েছে। এদিকে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ভাংচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করে লিচু কাজী বলেন, বুলবুল কাজীর লোকজন নিজেরাই তাদের বাড়িঘর ভাংচুর করেছে।

&dquote;&dquote;


পুলিশ ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বুলবুল কাজী ও লিচু কাজী গ্রুপের লোকজনের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে।এ বিরোধ মেটাতে গত ১৮ মে বিকেলে ওই এলাকায় যান মাশরাফি বিন মতুর্জা। দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে এলাকার দ্বন্দব-সংঘাত নিয়ে কড়া হুশিয়ারি দেন তিনি। মাশরাফির সেই বক্তব্য দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর ১৩ দিনের ব্যবধানে এ ঘটনা ঘটলো।


লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা স্যারের উপস্থিতিতে আমরা পাংখারচর গ্রামের দ্বন্দ্ব-সংঘাত মেটানো চেষ্টা করি। তবুও দুইপক্ষের মধ্যে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

 

ফরহাদ খান/এমকে


মন্তব্য
জেলার খবর