ডাকাতির টাকায় সমাজ সেবা !

৩১ মে ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি

এলাকায় গরু চুরির মাধ্যমে চুরি বিদ্যার হাতেখড়ি নুর নবীর।পরে সাহস বাড়িয়ে হয়েছে ডাকাত সর্দার। আর ডাকাতির মালামাল বিক্রয়ের টাকা দিয়ে এলাকায় দান খয়রাত করে সুনামও কুড়িয়েছে বেশ। কিন্তু বিধি বাম, পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় তার সুনামে লেগেছে কলঙ্ক, ফাঁস হয়েছে সব কুকীর্তি। চট্টগ্রাম মহানগরীর ডবল মুরিং পোস্তার পাড় এলাকায় একটি সিগারেট গোডাউনে ডাকাতির ঘটনায় দলবলসহ তাকে আইনের আওতায় নিয়েছে পুলিশ।

নুর নবী নোয়াখালী জেলার হাতিয়ার পশ্চিম বড়ডেল এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সে স্থানীয়ভাবে সরকারি দলের রাজনীতির সঙ্গে জড়িত, একটি সামাজিক সংগঠনেরও সভাপতি। ব্যক্তিগত জীবনে তার রয়েছে তিন স্ত্রী।

সোমবার ডবলমুরিং থানায় এক সংবাদ সম্মেলনে তার ডাকাতির আদ্যোপান্ত তুলে ধরেন সিএমপি পশ্চিম জোনের উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত পাঁচ বছরে নুর নবী প্রায় ৫০টি ডাকাতি করে প্রায় ১০ কোটি টাকার মালামাল লুট করে। শুধু গত চার মাসেই কোটি টাকার বেশি মূল্যের মালামাল লুট করেছে। ডাকাতির আগে নুর নবী ও তার দল ঘটনাস্থল ছদ্মবেশে পরিদর্শন করে। ডাকাতির লক্ষ্য থাকে ২০ লাখ টাকা মূল্যের বেশি পণ্য। এর কম হলে তাদের পোষায় না। ২০ থেকে ২৫ জনের দল নিয়ে সে ডাকাতি করে। সিগারেট গোডাউনে ডাকাতির ঘটনায় জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছে নুর নবী। এর আগে রোববার রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড থেকে নুর নবীকে গ্রেফতার করা হয়।

ডবল মুরিং পোস্তার পাড় এলাকায় ডাকাতি প্রসঙ্গে আব্দুল ওয়ারিশ জানান, গোডাউনটি আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্সের। ২৭ মে ডাকাতির এ ঘটনা ঘটে। লুট করা ৯২ কার্টন সিগারেটই কুমিল্লা শহরের বাগিচাগাঁও এলাকায় শাহজাহান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে নুর নবী। এ সিগারেটের বাজারমূল্য প্রায় ৩৪ লাখ টাকা। কিন্ত শাহজাহানের কাছে বিক্রি করা হয় মাত্র ১৯ লাখ টাকায়। সিগারেট উদ্ধারের সময় ক্রেতা শাহজাহান ও তার ছেলে এনায়েত উল্লাহ শান্তকে আটক করা হয়েছে। সংবাদ সম্মেলনে ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মাহমুদুর রহমান মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ডাকাতিতে বাধা দিলে তারা গুলি করে। তাদের হাতে দু’টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও আমাদের কাছে স্বীকার করেছে। দু’টি হত্যার একটি পতেঙ্গা এলাকার। আমরা তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেছি।

 

দিলীপ কুমার তালুকদার/এমকে

 


মন্তব্য
জেলার খবর