হাসান আল সাকিব,রংপুর
রংপুরের পীরগঞ্জে স্বামীর মারপিটে আহত স্ত্রীর মৃত্যু হয়েছে। অভিযোগ ওঠেছে নিজের পুত্রবধূর সঙ্গে অসামাজিক কর্মকাণ্ড লিপ্ত অবস্থায় হাতেনাতে ধরায় তাকে মারপিট করা হয়। এ ঘটনায় মামলা হলে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মারা যাওয়া স্ত্রীর নাম পোশাগী বেগম (৫৫), তার স্বামী কপিল উদ্দিন উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকালে তার মৃত্যু হয়। মারপিটের ঘটনাটি ঘটে ২৭ মে গভীর রাতে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কফিল উদ্দিনের ছেলে তার স্ত্রীকে বাড়িতে রেখে ঢাকায় রিকশা চালায়। ছেলের অনুপস্থিতিতে কপিল উদ্দিন পুত্রবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান। বিষয়টি এলাকায় জানাজানি হলে বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়। সেখানে কপিল উদ্দিন নিজের দোষ স্বীকার করে ক্ষমা চান, একই সঙ্গে পরবর্তীতে এমন কাজে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন। ২৭ মে গভীর রাতে কফিল উদ্দিন তার পুত্রবধূর সঙ্গে ফের অনৈতিক সম্পর্কে জড়ায়। বিষয়টি টের পেয়ে পোশাগী বেগম তাদের হাতেনাতে ধরেন। এ সময় পোশাগী বেগমকে বেদম মারপিট করেন কফিল উদ্দিন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। এ ঘটনায় পোশাগী বেগমের ছোট ভাই মীর মোশারফ হোসেন বাদী হয়ে কফিল উদ্দিন, তার বদরুল ও ছেলের স্ত্রী মনিরা বেগমকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন,কফিল উদ্দিনকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমকে