৪২তম বিসিএসের স্থগিত হওয়া ভাইভার সূচি প্রকাশ

০১ জুন ২০২১

স্থগিত হওয়া ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৬ জুন থেকে ভাইভা শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগরে এ পরীক্ষা নেয়া হবে।

এর আগে ৫ মে মৌখিক পরীক্ষা সূচি প্রকাশ করেছিল পিএসসি। সেখানে বলা হয়, ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণদের মধ্যে ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা শুরু হবে ২৩ মে। ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হবে। পরে ১৮ মে বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বর্তমান করোনার পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে নতুন তারিখ জানানোর কথা জানিয়েছিল পিএসসি।


মন্তব্য
জেলার খবর