উচ্চমাধ্যমিক পাশে কারিগরি শিক্ষা বোর্ডে চাকরি

০১ জুন ২০২১

কারিগরি শিক্ষা অধিদপ্তরে উচ্চমাধ্যমিক পাশে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া স্নাতক পাশে হিসাবরক্ষক পদেও নিয়োগ দেয়া হবে। 

১৫ জুন পর্যন্ত পদগুলোতে আবেদন করা যাবে। এ তারিখের মধ্যে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। 

পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দেয়া যাবে। 

 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন :http://www.techedu.gov.bd/sites/default/files/files/techedu.portal.gov.bd/notices/8d366efb_c714_426f_98a1_09ef2004ca35/367_30.05.2021.pdf


মন্তব্য
জেলার খবর