উদ্ভূদ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে লকডাউন দেয়ার বিষয়ে জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য, সিভিল সার্জন ও মেয়ররা সিদ্ধান্ত নিতে পারবেন। পরিস্থিতি বিবেচনায় পুরো জেলায় বা জেলার কিছু অংশে লকডাউন দেয়া যাবে, অবস্থা বুঝে তাঁরা ব্যবস্থা নিতে পারবেন। করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকা সীমান্তবর্তী ৭ জেলায় লকডাউনের বিষয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
কাউকে ছাড় দেয়া হচ্ছে না উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ভারত থেকে যারা আসছেন, তাদের অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিন করতে হচ্ছে। কারো শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেলে তাকে আলাদা করে রাখার জন্য বলা হয়েছে। এক জেলা থেকে আরেক জেলায় পাঠানো হবে কোয়ারেন্টিনে। স্বাস্থ্যের ডিজিকে এ বিষয়ে নির্দেশনা দেয়া আছে।
করোনা নিয়ন্ত্রণে সবাইকে মাস্ক ব্যবহারের আহবান জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা যদি করোনার স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে আশা করি করোনা নিয়ন্ত্রণে চলে আসবে।
এমকে