তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনীতির মাঠ গরম করে লাভ নেই উল্লেখ করে বিএনপিকে রাজনীতিতে ইতিবাচক ধারা প্রতিষ্ঠা এবং জনগণের পাশে থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার এক বিবৃতিতে এ আহবান জানান।
ওবায়দুল কাদের জানান, তত্ত্বাবধায়ক সরকার দেশের উচ্চ আদালতের মীমাংসিত বিষয়। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। এ নিয়ে সংশয়ের অবকাশ নেই।
সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে নির্বাচন দাবি করেন।এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রীই (খালেদা জিয়া) একসময় বলেছিলেন- শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়। বিএনপি নির্বাচন দাবি করলেও নির্বাচনের মাঠ থেকে শেষ মুহূর্তে সরে যায় কিনা, জনগণ সে আশঙ্কায় রয়েছে। কারণ বিএনপি নির্বাচন ও জনগণকে ভয় পায়।
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপি অংশ না নিলেও কোনও কিছু থেমে থাকবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জানান, বিএনপির কাজই হলো সরকার এবং দেশের কল্যাণকর প্রয়াস ও অর্জনকে বিতর্কিত করা। আর বিতর্ক করতে গিয়ে তারা আজ জনগণের কাছে বিতর্কিত, অপরিণামদর্শী রাজনীতির কারণে গভীর খাদের প্রান্তে তারা। তাদের হাঁক-ডাক নিজেদের ব্যর্থতা আড়াল করা ও তৃণমূলের নেতা-কর্মীদের মনোবল ধরে রাখার ব্যর্থ প্রয়াস ছাড়া কিছুই নয়-যোগ করেন ওবায়দুল কাদের।
এমকে