লবিস্ট নিয়োগের কথা স্বীকার করছে বিএনপি: ওবায়দুল কাদের

০২ ফেব্রুয়ারী ২০২২

দেশের বিরুদ্ধে বিদেশে লবিস্ট নিয়োগের কথা বিএনপি  প্রথম দিকে অস্বীকার করলেও এখন স্বীকার করছে বলে জানিয়েছেন  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বিএনপি এখন বলছে- প্রবাসী একজন বাংলাদেশি এ কাজ করছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় সচিবালয়ে তার দফতরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

এ প্রবাসী বাংলাদেশি কে? তার পরিচয় কেন প্রকাশ করা হচ্ছে না তা বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় বসাবে না, বসাবে এ দেশের জনগণ। অথচ তারা  জনগণের কাছে না গিয়ে বিদেশি আর বিদেশি দূতাবাসের কাছে যায়।

ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে বিএনপি মহাসচিবের পাঠানো চিঠি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের ভাষায় এ চিঠি নাকি মানবাধিকার আর গণতন্ত্র পুনরুদ্ধারে লেখা। অন্তত চিঠি লেখার কথা স্বীকার করেছেন তারা! বিদেশিদের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠার চিঠি লেখা স্বাধীন দেশের রাজনৈতিক দলের কাজ হতে পারে? বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের মনে করেন, আন্দোলন ও নির্বাচনে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি লুটপাটের নেশায় ক্ষমতায় যেতে বিদেশিদের হস্তক্ষেপ চায়।

এমকে


মন্তব্য
জেলার খবর