মন্তব্য
ভারতে ৫৭৭ জন শিশুর বাবা-মা করোনায় মারা গেছে এ বছরের ১ এপ্রিল থেকে ২৫ মের মধ্যে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি সম্প্রতি এক টুইট বার্তায় এসব তথ্য লিখেছেন।
তিনি আরো লেখেন, ‘প্রতিটি বিপন্ন শিশু যারা করোনার কারণে বাবা, মা দু’জনকেই হারিয়েছে তাদের সুরক্ষা ও সমর্থন দিতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই শিশুরা মোটেই পরিত্যক্ত নয়।’
অনেক শিশু এত দিন পার হয়ে গেলেও তাদের বাবা-মা কেন বাড়ি ফিরে না আসায় অস্বাভাবিক আচরণ করছে। দিনের পর দিন তাদেরকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে।
বিবিসি